আবদুল হামিদ: চুক্তি আইনের ২ (ঝ) ধারায় বাতিলযোগ্য চুক্তির সংজ্ঞায় বলা হইয়াছে যে, ‘যে সম্মতি উহার এক বা একাধিক পক্ষের ইচ্ছাক্রমে কার্যক্রম করা যায় না তাহাকেই বাতিলযোগ্য চুক্তি বলে।’
বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে উহা আইনগত অচল মর্মে ঘোষণা করিতে হয়। কোনো পক্ষ যদি এই ধরনের চুক্তি বাতিল বলিয়া ঘোষণা না করেন তাহা হইলে আইনে অবশ্যই বৈধ চুক্তি ন্যায় বলবৎ থাকে।
চুক্তি আইনের ১৯ ধারার বিধান অনুসারে বলপ্রয়োগ অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা, প্রতারণা প্রভৃতির দ্বারা কোনো চুক্তি সম্পাদিত হইলে তাহা বাতিলযোগ্য চুক্তি বলিয়া গণ্য হইবে।
চুক্তি আইনের ১৩ ধারা অনুসারে মাতাল অবস্থায় অপ্রকৃতিস্থ ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তি বাতিলযোগ্য চুক্তি বলিয়া গণ্য হইবে।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারার বিধান অনুসারে আদালতে বাতিলযোগ্য চুক্তি বা অবৈধ চুক্তি বাতিলের জন্য মোকদ্দমা আনয়ন করা যায়।
লেখক: জেলা ও দায়রা জজ