আব্দুল হামিদ: অস্থাবর বা স্থাবর যে কোনো সম্পত্তি ওয়াক্ফ সম্পত্তি হইতে পারে। তবে ওয়াকফের বিষয়বস্তু অবশ্যই ওয়াকফের মালিকানাধীন হইতে হইবে। অর্থাৎ ওয়াকফ সম্পত্তি উৎসর্গ করার সময় উক্ত সম্পত্তিতে উৎসর্গকারীর মালিকানা থাকিতে হইবে।
বাংলাদেশ ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২-এর ২ (১২) ধারায় ওয়াকফ সম্পত্তির সংজ্ঞায় বলা হইয়াছে যে, ওয়াক্ফ সম্পত্তি বলিতে ওয়াক্ফ সম্পত্তির বিক্রয়লদ্ধ অর্থ দ্বারা বা উহার বিনিময়ে বা উহার আয় দ্বারা অর্জিত যে কোনো প্রকারের সম্পত্তি বা ওয়াক্ফ সম্পত্তি নামে প্রদত্ত সকল অর্থ কিংবা নিবেদিত দান বুঝাইবে।
লেখক: জেলা ও দায়রা জজ