আবদুল হামিদ: ১৯১৩ সালের ওয়াক্ফ বৈধকরণ আইনের ২ ধারায় ওয়াক্ফ এর সংজ্ঞায় বলা হইয়াছে যে, ইসলাম ধর্মালম্বী কোনো ব্যক্তি যখন কোনো সম্পত্তি ধর্মীয় মহৎ বা দাতব্য উদ্দেশ্যে বলিয়া মুসলিম আইনে স্বীকৃত কোনো উদ্দেশ্য স্থায়ীভাবে উৎসর্গ করে, তখন এই উৎসর্গকে ওয়াক্ফ বলা হয়।
লেখক: জেলা ও দায়রা জজ