সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন বিচারক (vacation judge) হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনীত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা আগামী ১৭ ডিসেম্বর ২০১৭ থেকে পহেলা জানুয়ারি ২০১৮ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকার ঘোষিত ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনীত করেছেন।
মনোনীত বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ২১ ও ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক