মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল্লাহর (৭৫) বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ। আর আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান।
এর আগে ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ।
পরে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হওয়া প্রথম সেনা কর্মকর্তা তিনি।
২০১৬ সালে ২ আগস্ট ক্যাপ্টেন শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার বিবরণী থেকে জানা যায়, ক্যাপ্টেন শহীদুল্লাহ ১৯৬২ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান সেনা বাহিনীতে যোগ দিয়ে ১৯৬৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হয়ে সেকেন্ড লেফটেন্যান্ট হন। ১৯৬৯ সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান। ১৯৭০ সালে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে পোস্টিং দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে দেশে যুদ্ধচলাকালীন তাকে তার নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দিতে পাঠানো হয়। এরপর তিনি ওই এলাকায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধ করেন।
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম