শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নিখোঁজের তিন দিনের মাথায় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন নিখোঁজ হয়েছেন। এ নিয়ে তিন দিনে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মচারি ও একজন কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হলেন। এই ঘটনায় বনানী ও হাজারীবাগ থানায় দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার।
এদিকে এই দুই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাজারীবাগ ওসি বলেন, ‘শনিবার হাজারীবাগের বসিলা এলাকায় নিজের নির্মাণাধীন বাড়ি দেখতে যান শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন। সেখান থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। এই ঘটনায় তার ভাই সাহাবুদ্দিন জিডি করেছেন। জিডি নম্বর ৯৪৬। আমরা তদন্ত শুরু করেছি। সর্বশেষ তার মোবাইলের অবস্থান বসিলায়ই ছিল। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ।’
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হন। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার শ্বশুর আব্দুল মান্নান খান। জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
এই প্রসঙ্গে বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘তার বাসা খিলক্ষেতে। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে বনানীতে একজনের সঙ্গে দেখা করেন। এরপর মন্ত্রণালয় যাওয়ার কথা। কিন্তু দুপুরের পর থেকে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা রাতে সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১২১৮) করেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করছি।’
জানা গেছে, নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম সম্পাদক ছিলেন। বনানীতে একজনের সঙ্গে নাসিরের দেখা করার পর মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল। বেলা ৩টার দিকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। তবে নাসির উদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল কিনা, এমন কোনও তথ্য জানা যায়নি।
এদিকে, মোতালেব হোসেন ও নাসির উদ্দিনকে উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অপহৃতদের উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রীর কক্ষে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু আলম শিক্ষামন্ত্রীকে বলেন, ‘দুই জনকে অপহরণ করা হয়েছে। এরইমধ্যে শনিবার বিকালে আমার বাসায় সাত/আট জন লোক গিয়ে আমাকে খুঁজেছে। আমি বাইরে কোথাও যেতে ভয় পাচ্ছি।’ এ সময় মন্ত্রী তাকে আশ্বস্ত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এরপর আমাকে অপহরণের শিকার হতে হবে। আমাকে সহকর্মীরা সাবধানে থাকতে বলেছেন।’
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম