সরস্বতী পূজা উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে বাণী আর্চনার আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে সোমবার সকাল সাতটায় প্রথমে প্রতিমা স্থাপন ও পূজার প্রস্তুতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর সকাল সাড়ে আটটায় পূজা শুরু এবং বেলা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পুষ্পাঞ্জলি অর্পন করা হবে।
পুষ্পাঞ্জলি প্রদানের পর প্রসাদ বিতরণ শেষে সুপ্রিম কোর্ট পরিবারের সদস্যবৃন্দ ও বিশিষ্ট অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ আকর্ষন হিসেবে থাকছে বাংলার পঞ্চকবির গান ও কবিতা পাঠের আসর।
-সংবাদ বিজ্ঞপ্তি