দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে বেসরকারি খাতের এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ তিনজন গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন- ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হক।
সংযুক্ত আরব আমিরাতে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ১৬৫ কোটি পাচারের অভিযোগে এর আগে কয়েক দফায় দুদক তাদের জিজ্ঞাসাবাদ করে। সর্বশেষ জিজ্ঞাসাবাদ করেছিল গেল বছরের ২৮ ডিসেম্বর।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম