অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার

বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলমের জামিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম গণমাধ্যমকে জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে গত সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের আদালতপাড়া থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি নায়ারঙ্গঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা একাধিক নাশকতার মামলায় আসামি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে সদর থানার নাশকতার দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলাও রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। একটি বিশেষ ট্রাইব্যুনালের মামলা ও আরেকটি জিআর মামলা। এর মধ্যে সদর থানার একটি মামলায় ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম