ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন বর্জন বিএনপি সমর্থিতদের

ঝালকাঠিতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্যানেলের পক্ষে বহিরাগতরা পেশিশক্তি প্রয়োগ করছে অভিযোগ তুলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল এ ঘোষণা দেয়।

জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্যানেলের পক্ষে বহিরাগতরা পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।

অ্যাডভোকেট শাহাদাত জানান, ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি, যারা ঢুকতে পেরেছিলো তাদের বের করে দেওয়া হয়েছে।

তিনি জানান, তাদের প্যানেল থেকে ১১ পদের ১১ প্রার্থীই ভোটবর্জন করেছেন।

অন্যদিকে ভোটে কোনো বাধা কিংবা পেশিশক্তি দেখানো হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বরং নির্বাচনে হেরে যাবে বলেই আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল ভোট দিতে আসেননি বলে পাল্টা অভিযোগ করা হয়েছে আওয়ামী পন্থী আইনজীবী সংগঠনটির পক্ষ থেকে।

এদিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহাবুবার রহমান জানিয়েছেন, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে ১৪৫ জন ভোটার রয়েছেন। সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম