সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৫৬ তম জন্মদিন আজ। গাজীপুরের সন্তান এই গুণী আইনজীবী ১৯৬২ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে প্র্যাকটিস করছেন তিনি। পেশাজীবনে সফল এবং প্রশংসিত এই আইনজীবী বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য ডেপুটি এটর্নী জেনারেল পদ-মর্যাদায় দায়ীত্ব পালন।
একইসঙ্গে আইন অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি। ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দুইবারের এই সদস্য ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন, পরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বপালন করেছিলেন।
রাজনৈতিক কারনে অসংখ্যবার আহত, গ্রেফতার ও ডিটেনশনে কারা নির্যাতনের শিকার হয়েছেন।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম