সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইস্যুকৃত পরিচয়পত্র এবং নির্ধারিত পোশাক পরিধান না করলে আইনজীবী সহকারীদের সর্বোচ্চ আদালত অঙ্গনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইস্যুকৃত পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধানের জন্য বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও অধিকাংশ আইনজীবী সহকারী উক্ত নির্দেশ পালন করছে না। ফলে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইস্যুকৃত পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবী সহকারীরা সর্বোচ্চ আদালত অঙ্গনে ও কোর্টের শাখাসমূহে প্রবেশ নিষিদ্ধ করা হল।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম