আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারিক আদালতে বিচারক নিয়োগের বিষয়টি শেষ পর্যায়ে চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বিচারিক আদালতে ১৬৬ সহকারী জজ নিয়োগ পাচ্ছেন।’
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আইন সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘দেশে মামলার জট রয়েছে। এসব মামলার নিষ্পত্তিতে বিচারিক আদালতে ১৬৬ জন সহকারী বিচারক নিয়োগ পাচ্ছেন।’
নিয়োগের বিষয়টি অনেক প্রক্রিয়ার মধ্য থেকে হয়ে থাকে বলে জানান আইনমন্ত্রী। তার ভাষ্য, ‘সময় কমিয়ে এনে নিয়োগ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে প্রয়োজন হলে হস্তক্ষেপের চেষ্টা করেছি আমরা।’
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানিয়েছিলেন, শিগগিরই ১৬৬ জন বিচারকের গেজেট হবে। এরপর গত ৯ জানুয়ারি আরেক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গেজেট না হওয়ার বিষয়টি আজকেই জানলাম। আশা করি, এ মাসেই গেজেট হবে।’
বিচার কাজ পরিচালনার জন্য প্রতি বছর সার্কুলার জারি করে সহকারী জজ নিয়োগ দেয় সরকার। বিচারিক আদালতে বিচারক নিয়োগের এটাই প্রাথমিক ধাপ। কিন্তু দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকলেও গত এক বছর ধরে আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া আটকে আছে।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম