জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ‘ন্যায়বিচার’ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ন্যায়বিচার হলে তিনি বেকসুর খালাস পাবেন।
রায়ের আগের দিন বুধবার রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আদালত রায় দেওয়ার আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে— আমার জেল হবে। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে।’
তিনি বলেন, ‘ন্যায়বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাবো। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।’
নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই সরকার আদালতকে ব্যবহার করছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। আমাকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে।’
একই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তত। সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করবো না।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর এ সময় সেখানে উপস্থিত ছিলেন।