হাইকোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার অপেক্ষার মধ্যেই বিএনপিপন্থী আইনজীবীরা হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই মাজার গেট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান নেন। মাঝে মাঝে তারা স্লোগানও দিতে থাকে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে রাজপথে আসতে দেয়নি। পরে হাইকোর্টের প্রধান গেটের ভিতরে গিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা।

হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়ে রেখেছে।

ডিএমপি যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, সাধারণ জনগণের চলাচলে যেনো কোনো রকম বিঘ্ন না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য সকল প্রস্তুতি নিয়েছে।