রমনা থানায় দায়ের করা তিন মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন। এসব মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তারা জামিনে থাকবেন বলে আদেশে বলা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণা হয়। এদিন দুপুরে আদালতে যাওয়ার পথে মগবাজার-রমনা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।
এই ঘটনায় পুলিশের দায়ের করা তিন মামলায় আসামি করা হয় এই দুই আইনজীবী নেতাকেও। তারা দুজনই বিএনপির কেন্দ্রীয় নেতা। তাদের অভিযোগ, ঘটনার সময় তারা ছিলেন বকশিবাজারে বিশেষ আদালতে, যেখানে খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা হয়। এভাবে তাদেরকে নাশকতার মামলায় জড়ানোকে নজিরবিহীন বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা।