দেশের কারাগারগুলোতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৫ হাজার ৯১৯ জন কয়েদি রয়েছেন (চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত)। এদের মধ্যে ১৫ হাজার ৩৭৪ জন পুরুষ আর ৫৪৫ জন নারী কয়েদি।
রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি কারাগার নির্মাণ ও পুনর্নির্মাণ করে চালু করা হয়েছে। কারাগারগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, ঝিনাইদহ, চাঁদপুর, নীলফামারী, মেহেরপুর, নাটোর, চট্টগ্রাম, হাইসিকিউরিটি (কাশিমপুর), নেত্রকোনা, সুনামগঞ্জ, দিনাজপুর ও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার।
তিনি জানান, বর্তমানে আটটি কারাগারের নির্মাণ কাজ চলছে। এগুলো হলো- খুলনা, ফেনী, মাদারীপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট ও কেরানীগঞ্জ মহিলা কারাগার।
এছাড়া চলতি অর্থবছরে নতুনভাবে ছয়টি কারাগার নির্মাণ/পুনর্নির্মানের পদক্ষেপ নেয়া হয়েছে। কারাগারগুলো হলো- নরসিংদী, ঠাকুরগাঁও, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালী ও জামালপুর।