ছবি- প্রতীকী

আড়াই বছরের শিশুর বিরুদ্ধে মামলার বাদী জেলহাজতে

জামালপুরে আড়াই বছরের একটি শিশুকে মামলায় আসামি করায় বাদীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এ দিন (সোমবার) আদালতে মায়ের কোলে চড়ে হাজিরা দিতে এলে ম্যাজিস্ট্রেটসহ সবাই হতবাক হয়ে পড়েন।

শিশুটির বড় ভাই ফজলুল হক জানান, আমার ভাইয়ের বয়স মাত্র আড়াই বছর, কিন্তু মামলায় ১৭/১১/২০১৪ইং তারিখের ঘটনা উল্লেখ করা হয়েছে। সে সময় আমার ছোট ভাইয়ের জন্মই হয় নাই। তিনি মিথ্যা মামলার বাদীর যথাযথ শাস্তির দাবি করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতান উদ্দিন জানান, বাদীর দেওয়া তথ্যে ভুল ছিল।

গত ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের আব্দুল হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জামালপুরের আমলি আদালত, বকশীগঞ্জ এর মামলা নম্বর ১৬(১)২০১৮। এতে আড়াই বছরের শিশুসহ ৭ জনকে আসামি করা হয়। ওই শিশুর জন্মের আগেই তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।