পাকিস্তানের লাহোরে একটি দায়রা জজ আদালতে এক আইনজীবীর গুলিতে দুইজন আইনজীবী নিহত হয়েছেন। হামলার শিকার আইনজীবী রানা ইশতিয়াক ঘটনাস্থলে নিহত হন এবং অপর আইনজীবী রানা নাদিমকে পার্শবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।
পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, বিচারপতি তাসিউর রেহমানের কোর্টরুমের সামনে ওই আইনজীবীকে গুলি করা হয়। এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারী আইনজীবী কাশিফ রাজপুতকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারী এবং নিহত আইনজীবীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সম্পত্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ চলছিলো বলেও জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যমটি জানায়, এ নিয়ে চলতি বছর লাহোরের দায়রা জজ আদালতে দ্বিতীয় হামলার ঘটনা। গত ৩১ জানুয়ারি একটি দায়রা জজ আদালতে বিচারাধীন এক খুনের আসামী এবং এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। সাম্প্রতিক এ হামলাগুলোকে কেন্দ্র করে পাকিস্তানের দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত ঘাটতির বিষয়টি সামনে এসেছে।