সংস্কারের প্রাক্কালে ন্যায়বিচার নিশ্চিতে সাক্ষীদের সুরক্ষা ও খরচা বিষয়ে পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং করণীয়
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন‘উচ্চ আদালতের রায় এখন বাংলায় হচ্ছে, সবক্ষেত্রে ব্যবহারের উদ্যোগ নেবো’ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশজাতীয় ২১ ফেব্রুয়ারি, ২০১৮ 1 min read0 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, উচ্চ আদালতের রায় এখন বাংলায় হচ্ছে। সবক্ষেত্রে যেন বাংলার আরও বেশি ব্যবহার হয়, সে উদ্যোগ নেবো। ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।