ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং দেশব্যাপী আলোচনায় রয়েছে যে, দেশে ঋণ খেলাপি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড়া দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়দের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, অর্থ আত্মসাৎকারী কাউকে ছাড় দেবেন না। অনেক পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে, দেশবাসীকে জানাতে চাই, যারা জনগণের অর্থ লুট করে তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।