প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশ্যে অভিভাষণ দেবেন। আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ অভিভাষণ প্রদান করবেন তিনি।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশ্যে আগামীকাল বিকেল সাড়ে চারটায় অভিভাষণ দেবেন। অভিভাষণ অনুষ্ঠানে অত্র কোর্টের (হাইকোর্ট) সকল বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সিনিয়র সুপারিনটেনডেন্ট ও সুপারিনটেনডেন্টদের উপস্থিত থাকতে বলা হয়।
একইসঙ্গে উক্ত অভিভাষণে হাইকোর্টের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারসহ আইটি শাখার সকল পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।