সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনসাধারনের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি হটলাইন চালু করেছে। হটলাইনটির নম্বর হচ্ছে ০১৯৩২৬৬৫৫৪৪
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএনসিসি’র ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন যে কোন এলাকায় মশার ঔষধ ছিটানোর জন্য আগামীকাল ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে যে কেউ কল করতে পারবেন। ডিএনসিসি কর্তৃপক্ষ ২৪ ঘন্টার মধ্যে ঐ স্থানে মশার ঔষধ ছিটাবে।
উল্লেখ্য, একই সাথে ডিএনসিসির মশক নিধনের নিয়মিত কার্যক্রম ও ক্রাশ প্রোগ্রাম অব্যাহত থাকবে।