ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে শেষ হয়েছে। বৃহস্পতিবার ভোট গণনা হবে। এতে দুই দিনে ভোট দিয়েছেন ৯ হাজার ১১ জন।
বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয় ভোট। এর আগে মঙ্গলবার প্রথম দিনে ভোট দিয়েছেন ৩ হাজার ৬৫২ জন ভোটার।
এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোন্দকার আব্দুল মান্নান।