গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে এডভোকেট আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: শাহজাহানসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি সহ ৫টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবদুস ছালাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি পদে এডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এডভোকেট মো: শাহজাহান, সহ-সভাপতি এডভোকেট মো: মোস্তফা জামান, কোষাধ্যক্ষ এডভোকেট আর এম মনিরুজ্জামান মোল্লা, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মুহাম্মদ মাহবুবুর রহমান, অডিটর এডভোকেট মো: সাইফুল ইসলাম সরকার রিপন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মীর মো: শাহনুর কবির জুয়েল, মহিলা সম্পাদিকা এডভোকেট দিলোয়ারা খাতুন দিপু, সদস্য এডভোকেট গোলাম রাব্বি, এডভোকেট মো: জাকির হোসেন, এডভোকেট মোসা: নাজনীন নাহার দিনা, এডভোকেট নাদিম আহাম্মেদ শিমুল, এডভোকেট মো: মনিরুজ্জামান রাজীব, এডভোকেট রেজাউল করিম রেজা, মো: লুৎফর রহমান, এডভোকেট মো: সাইফুল ইসলাম মোল্যা উজ্জল।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি এডভোকেট মো: আ: হালিম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো: সোলায়মান মিয়া স্বপন এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ এরশাদ হোসেন, এডভোকেট মো: খোরশেদ আলী ও এডভোকেট সুলতানা পারভীন জয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডাভোকেট আব্দুস ছালাম সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৫১৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬৮ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।