অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল

এবার ফয়জুরের বাবা-মা ও মামা রিমান্ডে

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলের বাবা-মা ও মামার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রোববার (১১ মার্চ) সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্র জানা যায়, হামলাকারী ফয়জুলের বাবা ও মামাকে ৫দিন ও মাকে ২দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জুর ও তার ভাই এনামুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। ফয়জুলের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। সেজন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

প্রসঙ্গত, শনিবার (৩মার্চ) বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করেন হামলাকারী ফয়জুল।

এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন। এর পর পিটুনি দিয়ে তাকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।