স্বনামধন্য সুপার শপ আলমাসসহ ৫ প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের ভ্যাট/ট্যাক্স দিয়ে ফাঁকি দিয়ে আমদানীকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রির দায়ে গতকাল বুধবার (২১ মার্চ) এ জরিমানা করা হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের ফেইসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার তাঁর স্ট্যাটাসে লিখেন, ‘ধানমন্ডির আলমাস একটি নামকরা প্রতিষ্ঠান। গতকাল আলমাসসহ ৫ টি প্রতিষ্ঠানকে ২,৫০,০০০/ ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। সবগুলো দোকানেই luggage party’r পণ্য পাওয়া যায়। luggage party’r পণ্যগুলো বিদেশেরই। ( অনেক ক্ষেত্রে নকল পণ্য) অর্থাৎ এগুলোতে আমদানীকারকের স্টিকার থাকেনা। আমদানিকারকগণ সরকারকে ভ্যাট/ট্যাক্স দিয়েই তাদের পণ্য বিক্রয় করেন। কিন্তু luggage party’r পণ্যে তা দেয়া হয়না। অর্থাৎ সরকার বিপুল অংকের রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।’
পরিশেষে তিনি এ বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে ভেবে দেখার আহ্বান জানান।