কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন করেছেন ঢাকা আইনজীবী সমিতির (বার) বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ রোববার (৬ মে) বেলা আড়াইটায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রতীকী অনশনে বসেন তারা।
এতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, ওমর ফারুক ফারুকি, হোসেন আলী খান হাসানসহ শতাধিক আইনজীবী।
তিনি বলেন, পরিত্যক্ত একটি কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়েছে। কারাগারের পরিবেশ খুবই খারাপ। সেখানে সুস্থ মানুষও ক’দিন থাকলে অসুস্থ হয়ে যায়। খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করতেই জনমানুষহীন ওই কারাগারে রাখা হয়েছে।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলে বিএনপির এ আইনজীবীদের প্রতীকী অনশন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।