অ্যাডভোকেট শক্তিমান হত্যার বিচার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

 

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

রাঙ্গামাটি জেলা জজকোর্টের সামনে গতকাল রোববার (৬ মে) ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শক্তিমান চাকমা হত্যার বিচার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, রাজনীতি করলেই বিরোধী মতবাদ থাকবে। তাই বলে একেবারে খুন করতে হবে –এমন রাজনীতিকে ঘৃণা করতে হবে সবার। হত্যার ৭২ ঘণ্টা পরও মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, খুনিদের বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছে না শক্তিমান চাকমার পরিবার।

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ে যাওয়ার পথে খুন হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমা। পরেরদিন তার শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় নিহত হন আরও পাঁচ জন।