তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

 

দুর্নীতির অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৮ মে) সকাল ১০টার দিকে তাবিথ আওয়াল দুদক কার্যালয়ে উপস্থিত হয়। এরপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক(জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগেই তাকে তলব করা হয়েছে।