পদের নাম: প্রোগ্র্যাম অফিসার (লিগ্যাল সাপোর্ট)
প্রতিষ্ঠানের নাম: আরএমএমআরইউ
খালি পদ: ০১
চাকরির দায়িত্বসমূহ
- আইনী বিষয়গুলোর দলিলাদি পর্যালোচনা করতে সহায়তা করা।
- জালিয়াতি মামলা সংগ্রহ করতে প্রভাবিত অভিবাসী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করা।
- অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ এবং আইনি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সঠিক ডকুমেন্টেশন পরিচালনা করা।
- অভিযুক্ত অভিবাসী কর্মীদের এবং তাদের পরিবারকে আইনি সহায়তা প্রদান করা।
- যথাযথভাবে মামলা পরিচালনার জন্য সরকারী সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারের সাথে যোগাযোগ করা।
- কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য যেকোন দায়িত্ব পালন করা।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ল’ (এলএলবি)
অভিজ্ঞতা: সর্বোচ্চ ২ বছর
অভিজ্ঞতার ক্ষেত্র:
আইনগত সহায়তা ও পরিষেবা
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন
- মামলা, ডকুমেন্টেশন এবং রিপোর্ট লেখার অভিজ্ঞতা
- ইংরেজিতে কথা বলা এবং লেখায় চমৎকার দক্ষতা
কর্মস্থল: ঢাকা
বেতন
টাকা. ২৩০০০ – ২৫০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- Weekly 2 holidays
- উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
- গ্রুপ ইন্সুরেন্স
আবেদনের নিয়মাবলী
Application along with updated CV and a recent passport size photograph have to send RMMRU Sattar Bhaban (4th Floor), 179, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000.
Or, Email: jobs@rmmru.org
আবেদনের শেষ তারিখ: জুন ১০, ২০১৮