মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারিদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশন বলছে, জাতীয় মানবাধিকার কমিশন যেকোনো বিচারবহির্ভূত হত্যাকে সমর্থন করে না এবং এ ধরনের ঘটনায় কমিশন উদ্বিগ্ন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বার্তায় কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মাদক একটি মরণ নেশা ও জাতীয় সমস্যা। জাতিকে সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম উপহার দেওয়ার জন্য দেশকে মাদকমুক্ত করার কোনো বিকল্প নেই। তাই মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার ও দেশের প্রচলিত আইনের প্রতি লক্ষ্য রেখে এ অভিযান পরিচালনা করতে হবে। এ অভিযানে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।