ঢাকার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করা উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে আজ রোববার (২৭ মে) অ্যাটর্নি জেনারেলের কথার জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্যে করছে।
প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়- অধিদপ্তর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।
এই মামলার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতির এটি মন্তব্য, আদেশ নয়।