বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের কোর্টকে মিসগাইড না করতে বলা হয়েছে।
আজ সোমবার (২৮ মে) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ দেয়ার সময় তার আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।
আজ আদালত নড়াইলের মানহানি মামলায় খালেদার আবেদনের আদেশ দেওয়ার আগে নিম্ন আদালতে ওই মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে খালেদার আইনজীবীদের কাছে জানতে চান।
আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিলো। কিন্তু ওইদিন তো ছিলো শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিলো সেহেতু রবিবার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে?
আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি। তখন আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাইলে ডেপুটি আ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, আগামী ৩০ আগস্ট দিন ধার্য রেখেছে ম্যাজিস্ট্রেট আদালত।
এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলে, আপনারা কোর্টকে মিসগাইড করবেন না। নির্দেশনা নিয়ে এভাবেই মামলা করেন। খুবই দুঃখজনক।
পরে কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়া ছয় মাসের জামিন মঞ্জুর করলেও নড়াইলের মানহানি মামলায় তার জামিন আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।