রাজধানী উত্তরার বাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।
অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট অংশ নেয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে রাজধানীর উত্তরায় এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান এখনও চলছে।’