ডিআইজি মিজানুর রহমান

৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়েছেন ডিআইজি মিজান

নারী কেলেংকারিসহ নানা কারণে আলোচিত হয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত ডিআইজি মিজানুর রহমান পিপিএম তার ব্যক্তিগত পিস্তলের জন্য মাগুরা জেলা প্রশাসনের কাছে ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়েছেন। যা নিয়ে প্রশাসনের নানা স্তরে চলছে আলোচনা ও কৌতুহল।

সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর গুলি কেনার অনুমতি চেয়ে মাগুরায় আবেদন করেছেন ডিআইজি মিজানুর রহমান। তার স্বাক্ষরিত সে অনুমতি পত্রে উল্লেখ করেছেন, ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় তিনি একটি এনপিবি পিস্তল লাইসেন্স নং-০৬/মাগুরা/১৯৯৮ প্রাপ্ত হন। গত ২৩/০৫/২০১১ তারিখে একটি নতুন মডেলের একটি পিস্তল কেনেন। ওই পিস্তলের জন্য তিনি বিধি মোতাবেক ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন।

এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা হচ্ছে। অস্ত্রের মুখে নারী অপহরণসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তদন্তাধীন থাকার পরও তিনি অস্ত্রের লাইসেন্স ও গুলি কিনতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ডিআইজি মিজানুর রহমানের আবেদনের বিষয়টি স্বীকার করেন।