সুপ্রিম কোর্টের অবকাশে আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার (৩১ মে) আপিল বিভাগের রেজিস্টার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চেম্বার জজ হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ৬, ১৩ এবং ২০ জুন সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।