গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

প্রধানমন্ত্রীকে হুমকি: সাকা চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যার হুমকি ও মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে দুটি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে একটি মামলায় আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

আজ বৃহস্পতিবার (৩১ মে) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের আদালতে মামলাটি করেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রণি।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত মামলা গ্রহণ করে আসামি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন মামলার বাদী নাজিম উদ্দিন মুহুরীর আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত।

অন্যদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের আদালত নুরুল আজিম রণির মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। ঐ মামলায় আরো অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’

রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি