অন্ধত্বকে জয় করা অ্যাডভোকেট আল-আমিনের গল্প (ভিডিওসহ)

আল-আমিন। একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন দৃষ্টি শক্তি হারিয়েছেন। কিন্তু তিনি থেমে যাননি। প্রতিবন্ধকতাকে জয় করেছেন।

যার জীবন বাস্তবতার গল্পে উঠে এসেছে, সফলতা রাস্তায় কুড়িয়ে পাওয়া কোন গুপ্তধন নয়। আপন কর্মপ্রচেষ্টায় অর্জন করে নিতে হয় সফলতাকে। শারীরিক প্রতিবন্ধকতা নিজের অক্ষমতা নয় বরং মানসিক সক্ষমতায় তিনি নিজেকে গড়ে তুলতে পেরেছেন একজন সফল আইনজীবী হিসাবে। প্র্যাকটিস করছেন গাজীপুর বারে; গবেষণা কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের সাথে।

আইন বিষয়ক অনলাইন টিভি ‘আদালত টিভি’র সাথে কথোপকথনে উঠে এসেছে জীবন সংগ্রামী আল আমিনের প্রসঙ্গ, এসেছে প্রতিবন্ধি মানুষের অধিকার ও অভিযোগের কথা। আদালত.টিভির সৌজন্যে নিচের ভিডিওতে বিস্তারিত দেখুন-

[youtube https://www.youtube.com/watch?v=eGcrzxHBp6s]