রাজধানীর মিরপুর থানার নাশকতার একটি মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১৪ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মিরপুর থানার নাশকতার একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মিরপুর থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি মাসে মিরপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।