কুষ্টিয়ায় ইয়াবা ও গুলিসহ গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব আহম্মেদকে।
জেলা কমিটির সুপারিশ অনুযায়ী গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) রাতেই কেন্দ্র থেকে বহিষ্কারের চিঠি আসে।
জেলা ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, রাজীব ইয়াবা ও গুলিসহ গ্রেফতারের পর জরুরি সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার রাতেই কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করে জেলায় চিঠি পাঠানো হয়।
চিঠিতে দলীয় শৃংখলা ভঙ্গ করায় রাজীবকে সংগঠন থেকে বহিষ্কার করার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফত তুষার বলেন, দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৬ জুলাই) বিকেলে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ইয়াবা ও বিপুল পরিমান গুলিসহ র্যাব-১২ এর সদস্যরা রাজীব আহম্মেদকে গ্রেফতার করে। পরে তাকে দুই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।