বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি ইউজিসি’র চেয়ারম্যান অফিসের ঠিকানায় ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দিয়েছে।
ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি’র চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে আজ বুধবার (১৮ জুলাই) শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১২০৩) করেছেন।
শেরে বাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘বুধবার দুপুরে জিডিটি হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ বিষয়ে প্রফেসর আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) অফিসের একদম শেষ সময়ে চিঠিটা অফিসে আসছে ডাকযোগে। আজ জিডি করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি এসব হুমকি আগেও পেয়েছি, এসব নিয়ে আমি বিচলিত নই।’