রাজধানীর বিমান বন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুলাই) দুপুরে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোটের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘উক্ত রিটে ভুক্তভোগীদের পরিবারকে এককোটি করে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়েছি। এছাড়া, দুর্ঘটনার কারণ ও প্রতিকারের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের মতামত চাওয়ার আবেদন জানিয়েছি। পাশাপাশি কোন যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাক-বাসচালকদের স্বীকৃতি বা সনদ দেয়, সে বিষয়ে রুল জারির আবেদন করেছি।’
এর আগে সোমবার (৩০ জুলাই) সকালে ওই দুর্ঘটনার বিষয়ে পত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। আদালত অ্যাফিডেবিট করে রিট দায়েরের জন্য তাকে নির্দেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখতে নির্দেশ দেন। এরপর রুহুল কুদ্দুস কাজল নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন।
উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।
দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেফতার করেছে র্যাব।
দুর্ঘটনার পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়েও দেয়া হয় কয়েকটি গাড়ি। আজও সে বিক্ষোভ অব্যাহত রয়েছে।