শিশু ধর্ষণে এবার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড৷অপরদিকে ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের ন্যূনতম সাজা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে৷ নতুন আইনে আরও বলা হয়েছে, দু’মাসের মধ্যে শিশু ধর্ষণের মামলার নিষ্পত্তি করতে হবে৷ এ ছাড়া ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের আগাম জামিনের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুলাই) এই মর্মে লোকসভায় বিল পাস হয়েছে৷ শিশু ধর্ষণ ঠেকাতে সরকারের এই কড়া পদক্ষেপ৷ বিলে শিশু ধর্ষণের বিচার প্রক্রিয়ার যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে তার বিধানও রাখা হয়েছে৷
শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি দীর্ঘদিনের৷ কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার পরই গা ঝাড়া দিয়ে ওঠে মোদী সরকার৷ চলতি বছর ২১ এপ্রিল শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব পাস হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এরপর সোমবার কণ্ঠ ভোটে এদিন বিলটি লোকসভায় পাস হয়৷ বিলে বলা হয়েছে, এই অপরাধে ন্যূনতম শাস্তি ২০ বছরের কারাদণ্ড৷ সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড৷
ভারতে এর আগে মধ্যপ্রদেশ ১২ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে৷ তারপর রাজস্থান সেই পথ অনুসরণ করে।