ছবি : সংগ্রহীত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা মিছিল

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে বুধবার (১ আগস্ট) দুপুর ১-২টা পর্যন্ত ‘ল ইয়ার্স মুভমেন্ট ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড রিলিজ অফ খালেদা জিয়া’ ব্যানারে শতাধিক আইনজীবী এ কর্মসূচিতে অংশ নেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদ রাজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী তৈমুর আলম খন্দকার, ওলিউর রহমান খান, মনির হোসেন, খোরশেদ মিয়া আলম, আখতার হোসেন, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, রুহুল কুদ্দুস কাজল, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, মতি লাল ব্যাপারী, আনিছুর রহমান খান, অনজুমান আরা মুন্নি, আইয়ুব আলী আশ্রাফী, শরিফ ইউ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারের দুঃশাসনের কাছে দেশের ১৬ কোটি মানুষ ও দেশের বিচার বিভাগ জিম্মি। জনগণকে পায়ের তলায় পিষে মারা হচ্ছে প্রতিনিয়ত। আর পুলিশ ও বিচার বিভাগের উপর ভর করে টিকে আছে সরকার।

তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। সুপ্রিম কোর্টসহ সারাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। এ জন্য রাজপথে নামতে হবে।

এ সময় বক্তারা নৌমন্ত্রী শাহজাহান খান ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেন।