খুলনায় বিভিন্ন যানবাহনের ৪৮ চালককে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (০৪ আগস্ট) দুপুরে মহানগরীর তিনটি ভিন্ন ভিন্ন স্পটে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ, ফিটনেসবিহীন, লুকিং গ্লাস ছাড়া যানবাহন, লাইসেন্সহীন, অপ্রাপ্ত বয়স্ক ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ইমরান খান ও রাশেদুল ইসলাম।
খুলনা জেলা প্রশাসনের এনডিসি আরাফাতুল আলম গণমাধ্যমকে বলেন, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান ও খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ উপস্থিত থেকে যানবাহন ও চালকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন। পরে বিভিন্ন অপরাধে ৪৮ জনকে শাস্তির আওতায় আনা হয়।
জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।