মালি’র প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে, এমন অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় প্রার্থী সৌমাইলা সিসে। নির্বাচনের প্রথম দফায় দ্বিতীয় স্থান লাভ করেছেন সিসে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, গত ২৯ জুলাই মালি’তে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী ফলাফল অনুসারে, কেইতা পেয়েছেন ৪১.৪২ শতাংশ ভোট। অন্যদিকে সিসে পেয়েছেন ১৭.৮ শতাংশ ভোট। তবে কেউই সরকার গঠনের জন্য পর্যাপ্ত ভোট না পাওয়ায় আগামী ১২ আগস্ট তারা দ্বিতীয় দফায় নির্বাচনে লড়বেন।
সিসে’র এক মুখপাত্র বলেন, সৌমাইলা সিসে শনিবার রাতে সাংবিধানিক আদালতে ভোট জালিয়াতি, নির্বাচনী আইনের লঙ্ঘন ও অন্যান্য অনিয়মসহ ২০টি বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, এই ভোট জালিয়াতির প্রমাণ হচ্ছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কেইতা’র এত বড় জয় কিভাবে সম্ভব। তিনি জানান, পক্ষপাতদুষ্ট হওয়ার সন্দেহে আদালতের ছয় বিচারক ও তাদের প্রেসিডেন্টের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে একটি লিখিত আবেদনও করা হয়েছে।