জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে দশটায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আগামী ১৫ আগস্ট (বুধবার) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সকাল আটটায় পবিত্র কোরআন খতম, সকাল দশটা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত এবং সকাল সাড়ে দশটায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হবে।
আর্ত-পীড়িত মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ বিধায় উল্লিখিত দোয়া ও মোনাজাত এবং রক্তদান কর্মসূচিতে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীকে অংশগ্রহণের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।