নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের হামলায় ঘটনায় উদ্বেগ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৭ আগস্ট) সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দুঃখজনক। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলাকারী দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং এ ঘটনায় সরকারকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জয়নুল আবেদীন।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।