সড়ক পরিবহন বিলসহ ৭টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।
আজ সোমবার (৮ অক্টোবর) তিনি এ ৭টি বিলে সম্মতি দিয়েছেন।
রাষ্ট্রপতি সম্মতি দেওয়া বিলগুলো হলো, ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল-২০১৮; ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’য়া আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদ্রসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল-২০১৮; জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮; পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল-২০১৮; বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল-২০১৮।